আজ ফের উত্তাল হয়ে উঠল করুণাময়ী চত্বর। এসএসসি ভবন অভিযানে নামলেন এসএলএসটি চাকরিপ্রর্থীরা। অভিনব কায়দায় ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ অভিযানে সামিল হন তাঁরা।