¡Sorpréndeme!

শুধু চন্দননগর নয় জগদ্ধাত্রী আরাধনায় মেতে উঠেছে হুগলির বৈঁচিও

2022-11-01 2 Dailymotion

জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে হুগলির বৈঁচি। কোথাও সাবেকিয়ানা, কোথাও আবার থিমের পুজো। নানান থিমের চমক দেখতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। আলোয় ভাসছে বৈঁচির অলিগলি। গত দু’বছর করোনার ফলে জগদ্ধাত্রী পুজো সেভাবে হয়নি বৈঁচিতে। কিন্তু এবছর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে বৈঁচিবাসী।