কালচে সোনা-রূপোর জৌলুস তাঁর শরীরে। সিঁথির হারে শক্তির ইঙ্গিত। কখনও জবা ফুলের লালচে আভায় নিজের সঙ্গে ছলনা করছেন তিনি। পাওলি। কালি পুজো তাঁর কাছে আলোর উৎসব। কালি শক্তির উৎস মুখ।