¡Sorpréndeme!

দিনভর টানাপড়েন, পুলিশের দমনে রাতেই নিভল আন্দোলনের আগুন

2022-10-21 1 Dailymotion

সল্টলেকে ২০১৪ সালের টেট উত্তীর্ণদের আন্দোলনে ‘ছেদ’। বৃহস্পিতবার দিনভর চলল টানাপড়েন। বেলা ১২টা থেকেই ২০১৪ সালের টেট উত্তীর্ণদের বিরোধিতায় ২০১৭ সালের টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হল সল্টলেক। তারপর দুপুরে টেট উত্তীর্ণদের আন্দোলন প্রসঙ্গে নিজের পর্যবেক্ষণ জানাল কলকাতা হাই কোর্ট । বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। কোর্ট অর্ডার হাতে পাওয়ার পর থেকেই দফায় দফায় মাইকিং করে আন্দোলন তুলে নিতে অনুরোধ পুলিশের। রাত গড়াতেই হুঁশিয়ারি এবং শেষ পর্যন্ত রাস্তা থেকে আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে দিয়ে আন্দোলনের দফারফা করে দিল বিধাননগর পুলিশ।