¡Sorpréndeme!

পশু আর মানুষের লড়াই, সামনে বরুণ ধবন

2022-10-19 7 Dailymotion

গা ছমছম করা ঘন জঙ্গল।কৃতী শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পালিন কবক, দীপক ডোবরিয়ার, আর সকলের সামনে বরুণ ধবন। তাঁর পরেই দেখা সেই ভয়ঙ্কর নেকড়েকে। আসলে সে কে? রহস্য তৈরি হতে থাকে।এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিছু মানুষের দ্বারা প্রভাবিত। ছবির শ্যুটও হয়েছে ওই অঞ্চল্কেই ঘিরে। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধবন ও কৃতী শ্যানন। এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'দিলওয়ালে' ছবিতে। এ ছাড়া বরুণ ধবনের 'কলঙ্ক' ছবিতেও দেখা গিয়েছিল কৃতীকে।