জলপাইগুড়িতে নাকি তেমন ভালো রিসর্ট নেই, তাই তৃণমূল বিধায়কের রিসর্টে রাত্রিবাস করেছেন মুখ্যমন্ত্রী। তাই নিয়ে রাজনৈতিক জল্পনা কম হয়নি। তবে সেই জল্পনাীর অবসান করতে মুখ্যমন্ত্রী যা বললেন তাতে যে নতুন করে একাধিক প্রশ্ন তৈরি করল।