বৌবাজারে ভাঙতে হবে ৭২টি বাড়ি! ঘরছাড়াদের এককালীন দেওয়া হবে ৫ লক্ষ টাকা
2022-10-15 3 Dailymotion
এই নিয়ে তৃতীয়বার, চলতি বছরেই দ্বিতীয়বার ফাটল আতঙ্ক ফিরল বৌবাজারে। মাটির তলায় চলছে মেট্রোর কাজ। আর সেই কাজের অভিঘাতেই বিপর্যস্ত জনজীবন। কোথাও মাথার উপর খসে পড়ছে চাঙড়। কোথাও আবার মেঝে থেকে সিঁড়ি, বড় বড় ফাটল।