¡Sorpréndeme!

গঙ্গায় হঠাৎ বান, নিমতলা শ্মশানে প্রাণ কাড়ল নিজস্বী!

2022-10-11 11,204 Dailymotion

বেলেঘাটা থেকে উত্তর কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করতে এসে বিপত্তি। অসতর্কতা প্রাণ কাড়ল যুবকের। ‘গঙ্গায় বান এসেছে, জলে নামবেন না’, মাইকিংয়ে কান না দিয়ে গঙ্গার ধারে বসেই নিজস্বী তোলার হিড়িকে প্রথমে জলে ভেসে গিয়েছিলেন ৭ জন। সাঁতার কেটে পারে এসে কোনওভাবে প্রাণ বাঁচে একজনের। আরও ৩ জনকেও উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি ৩ জনের খোঁজ পাওয়া সম্ভব যায়নি। পরে ডুবুরি নামিয়ে মঙ্গলবার সকালে একজনের দেহ উদ্ধার হয়। বাকি দু’জনের খোঁজ চলছে।