বাঁকুড়ার খাতড়ার পোড়াপাহাড়ে একটি গুহার সন্ধান মিলেছে। স্থানীয় গবেষক মধুসূদন মাহাতোর দাবি,আদিম মানুষ সেখানে থাকত। গুহার মুখ পাহাড়ের উত্তর দিকে। গুহার উচ্চতা ৬ ফুট। চওড়ায় তা ৪-৫ ফুট। পাথর কেটে তৈরি করা ওই গুহা।