দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বিপর্যয়। হঠাত্ জলস্তর বেড়ে গিয়ে বড়সড় বিপত্তি জলপাইগুড়ি জেলার মাল বাজারে। হড়পা বানে মাল নদীতে ভেসে গেলেন ঠাকুর ভাসান গিতে আসা বহু মানুষ।