¡Sorpréndeme!

কার্তিক-গণেশের ঠাঁই বদল সেনেদের পুজোয়

2022-10-01 6 Dailymotion

দেশভাগের আগে ও পার বাংলায় সেন বাড়ির পুজোর শুরু। বাস্তু বদল করে এ পারে শহর কলকাতায় এসেও দুর্গা আরাধনার ২৬০ বছরের পুরনো রীতিই ধরে রেখেছে এই পরিবার। বাড়ির মহিলারা এখানে পুজোর জোগাড় করার পাশাপাশি ঢাকের তালে মাতিয়ে রাখেন বোধন থেকে নিরঞ্জন।