এখনও সমাদৃত কবি যতীন্দ্রমোহন বাগচীর স্মৃতি বিজড়িত ৩৫২ বছরের পুজো
2022-09-24 4 Dailymotion
জমিদারি না থাকলেও, এখনও সেই সাবেকি চালেই দুর্গাপুজো হয় নদিয়া জেলার বাগচী বাড়িতে। প্রায় ৩৫২ বছরের প্রাচীন এই পুজো। বাগচীদের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার রাজশাহী জেলায়, পরবর্তী কালে তাঁরা নদিয়ার জামশেদপুরে এসে বসতি স্থাপন করে।