শুধু প্রতিমা নয়, রায়বাড়িতে দুগ্গার সঙ্গে পুজো হয় অস্ত্রশস্ত্রেরও
2022-09-16 6 Dailymotion
২২২ বছর ধরে চলে আসা প্রাচীন দুর্গাপুজোর সঙ্গে হয় অস্ত্রপুজো। এই রেওয়াজ আজও অব্যাহত মালদহের হবিবপুরের সিংগাবাদ জমিদারবাড়িতে। যদিও সে বাড়িতে নেই বলির প্রথা। রথের দিন কাঠামো পুজো দিয়ে শুরু হয় মূর্তি গড়ার কাজ।