পুজোর আগে রাজ্যে ডেঙ্গি আতঙ্ক জাঁকিয়ে বসেছে। কয়েকদিন আগে কলকাতা পুরসভার সদর দফতরেই জমা জলের ছবি উঠে এসেছিল আমাদের ক্যামেরায়। শহর ছাড়িয়ে জেলার ছবিটা আরও খারাপ। বৃষ্টিতে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে ঢুকে গিয়েছে জল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রশাসনের ভূমিকা নিয়ে।