¡Sorpréndeme!

১১ ঘণ্টা পর এখনও পর্যন্ত উদ্ধার ১৫ কোটি টাকা! গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়িতে চলছে টাকা গোনার কাজ

2022-09-10 3 Dailymotion

শনিবার সকাল থেকেই গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। তাঁর বাড়িতে উদ্ধার বিপুল পরিমাণ ব্যাঙ্কনোট গোনার জন্য একাধিক টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়েছে। চলছে টাকা গোনার কাজ। এখনও পর্যন্ত উদ্ধার ১৫ কোটি টাকা।