¡Sorpréndeme!

বাস ও নদীপথে প্যাকেজ ট্যুর পুজোর আগেই, ঘোষণা রাজ্যের

2022-09-08 1 Dailymotion

পুজোর আগে নতুন প্যাকেজ ট্যুর পরিষেবা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর। ১১ সেপ্টেম্বর গঙ্গাবক্ষে ভ্রমণের জন্য চালু হচ্ছে বিশেষ ভেসেল। ঘোরা যাবে মিলেনিয়াম পার্ক, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, শিবপুর বোটানিক্যাল গার্ডেন-সহ আরও অনেক জায়গায়। এ ছাড়াও কলকাতা থেকে বকখালি, মায়াপুর, ফুরফুরা শরিফ, তারাপীঠ, ব্যান্ডেল চার্চ ভ্রমণের জন্যে বাস সার্ভিস চালু হবে ১৬ সেপ্টেম্বর।