পুজোর কয়েক সপ্তাহ আগে থেকে ব্যস্ত বর্ধমান শহরের প্রতিমাশিল্পীরা। জোরকদমে কাজ চলছে পালপাড়া, পার্কাস রোড বা নীলপুরের কুমোরপাড়ায়। এ বছর প্রতিমা তৈরির কাঁচামালের দাম বাড়লেও ক্রেতাদের অনুরোধে প্রতিমার দাম বাড়াতে পারেননি শিল্পীরা। বায়নার পরিমাণও করোনার আগের বছরগুলির তুলনায় কম।