China EarthQuake: চিনে জোরাল কম্পন প্রাণ কাড়ল ৪৬ জনের, আতঙ্ক
2022-09-06 0 Dailymotion
সোমবার চিনের সিচুয়ান প্রদেশের ভূমিকম্পে পরপর ৪৬ জনের মৃত্যু হয়। সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার ভূমিকম্প যখন একের পর এক প্রাণ কাড়তে শুরু করে, তা নিয়ে আতঙ্ক ছড়ায়। সিচুয়ানের পাশাপাশি চেঙ্গডুতেও কম্পন অনুভূত হয়।