¡Sorpréndeme!

১৯৯ বছরের অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গা আসেন বাঘের পিঠে

2022-09-05 6 Dailymotion

ঊনবিংশ শতকে বাঁকুড়া জেলায় বেশ কিছু জমিদারবাড়ি ও রাজবাড়ির পুজো জাঁকজমকে খ্যাতির শীর্ষ ছুঁয়েছিল। সেগুলির অন্যতম ১৯৯ বছরের অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো। এখানে দেবী সিংহ বাহিনী নয় ব্যাঘ্র বাহিনী।আজ জমিদারি না থাকায় সেই জেল্লা কিছুটা কমেছে ঠিকই। কিন্তু আজও দেবীর পুজোয় নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায় পরিবারের।