¡Sorpréndeme!

জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত দুর্গাপুজোর ধন্যবাদ যাত্রা, শারদোৎসবের রঙিন সূচনা কলকাতার রাজপথে

2022-09-01 3,069 Dailymotion

কলকাতার রাজপথে ঢাকিদের দল, ছৌ নাচ, বাউল গান, বাহারি পোশাক আর রংবেরঙের ছাতা। ইউনেসকোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতিকে ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পুজো কমিটিগুলির সঙ্গে অংশ নেয় বিভিন্ন স্কুলের কচিকাঁচারা, সাংস্কৃতিক কর্মীরা, সরকারি আধিকারিক এবং মন্ত্রীরা। পদযাত্রার নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোর সময় জোড়াসাঁকো থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মিছিল পৌঁছয় রেড রোডে।