¡Sorpréndeme!

SSC Scam: SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের প্রতিবেশী ছিলেন প্রদীপ সিং। কী বলছেন তাঁর বাবা অনুজ সিং? Bangla News

2022-08-28 127 Dailymotion

SSC দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের প্রতিবেশী ছিলেন প্রদীপ সিং। নিউটাউনের বলাকা আবাসনে ফ্ল্যাট রয়েছে প্রদীপের, এছাড়াও তাঁর রয়েছে আরও ফ্ল্যাট। জানিয়েছেন খোদ প্রদীপের বাবা অনুজ সিং। তাঁর দাবি, ছেলে SSC দুর্নীতিতে জড়িত কি না, জানা নেই। তবে অনুজ জানতেন, ছেলে প্রদীপ দীর্ঘদিন ধরে কাজ করে প্রসন্ন ওরফে রাকেশের সংস্থায়। সেই সূত্রেই ঘনিষ্ঠতা, দাবি ধৃত মিডলম্যান প্রদীপ সিংয়ের বাবার।