দুর্বার মহিলা সমন্বয় কমিটির সাংস্কৃতিক শাখা কোমল গান্ধার ১৯৯৮ থেকে কাজ করছে যৌনকর্মীদের সন্তান আর অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের নিয়ে। নাচ, গান, পথনাটকের মধ্যে দিয়ে নারীপাচার, জনস্বাস্থ্য, সামাজিক সুরক্ষার মত বিষয়ে প্রচার চালায় তারা। এ বারে ইউনিভার্সিটি অব লন্ডনের রয়াল হলওয়ে কলেজ জোট বাঁধল কোমল গান্ধারের সঙ্গে। সম্প্রতি সোনাগাছিতে দু’দিনের এক নাচ, গান, নাটকের কর্মশালা হয়ে গেল ইউনিভার্সটি অব লন্ডনের সহায়তায়।