¡Sorpréndeme!

UGC: 'ভুয়ো বিশ্ববিদ্যালয়', নতুন তালিকা প্রকাশ UGC-র। Bangla News

2022-08-26 715 Dailymotion

কলকাতার ২টি সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করল ইউজিসি। ইউজিসি জানিয়েছে, ওই সংস্থাগুলি পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না। ওই ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চৌরঙ্গির ইন্ডিয়ান ইনস্টিউট অফ অল্টারনেটিভ মেডিসিন । রয়েছে ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির অনুমোদনও নেই, দাবি ইউজিসি-র।