¡Sorpréndeme!

কালামৃধা ইউনিয়নের সরকারী ভিজিডি শিশু কার্ডের চাউল

2022-08-25 17 Dailymotion

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সরকারী ভিজিডি শিশু কার্ডের চাউল বিতরণে অনিয়ম এবং দূর্নীতির অভিযোগ ।

বিস্তারিত জানতে ভিজিট করুন।

https://sbanglanews.com/

সোমবার (২২ আগস্ট) সকালে তড়িঘড়ি করে এই চাউল বিতরণ করেন ইউপি সচিব যুগল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকার অনিয়ম ও দূর্নীতি এড়াতে বিদেশী সংস্থার চাউল (ভিজিডি) কার্ডধারী সুবিধা ভোগিদের মাঝে মাসিক ৩০ কেজি চটের বস্তা বিরণের নিয়ম রয়েছে। কালামৃধা ইউপি সচিব সরকারী নিয়মনীতি উপেক্ষা করে কালামৃধা ইউনিয়নে মাসিক ১৪৯জন কার্ডধারীদের মাঝে ৩০ কেজির চটের বস্তা না দিয়ে দুই মাসের একত্রে ৫০ কেজির সাদা এক বস্তা করে বিতরণ করা হয়েছে। প্রতিজনকে দশ কেজি চাউল কম দেয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাওথা গ্রামের কার্ডধারী ইমদাদুল বলেন, ‘আমাকে দুই মাসের চাউল একত্রে ৫০কেজির এক বস্তা দিয়েছে অথচ ৩০ কেজির দুই বস্তা দেওয়ার কথাছিল। এভাবে দশ কেজি সকলকেই কম দিয়েছে।এ বিষয়ে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাওথা গ্রামের কার্ডধারী ইমদাদুল বলেন, ‘আমাকে দুই মাসের চাউল একত্রে ৫০কেজির এক বস্তা দিয়েছে অথচ ৩০ কেজির দুই বস্তা দেওয়ার কথাছিল। এভাবে দশ কেজি সকলকেই কম দিয়েছে।’

এই দিকে আর এক জন কার্ডধারী কালামৃধা বাজারের, আক্কেল মাতুব্বর বলেছেন, আমাকে ২ মাসের চাউল ১০ কেজি কম দিয়ে ৫০ কেজির সাদা বস্তায় ১ বস্তা দিয়েছেন।