Sujan on Anubrata: 'সব পাচারের মাথায় প্রাথমিকভাবে অনুব্রত, আরও অনেক ধরা পড়তে হবে', তোপ সুজনের। Bangla News
2022-08-24 142 Dailymotion
কয়লাপাচার, গরুপাচার সব কিছুর মাথাতে প্রাথমিকভাবে অনুব্রত। তাঁর নির্দেশে বাকিরা চলছেন। পাচারের টাকা রাজ্য, রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে, দেশের বাইরে। উনি এতই প্রভাবশালী যে ওঁর মাথায় শক্ত করে হাত রেখেছেন মুখ্যমন্ত্রী নিজে। আরও অনেক ধরা পড়তে হবে।