¡Sorpréndeme!

আমি এখন আনন্দে আছি, নেটমাধ্যমে আর আগ্রহ নেই: নাগা চৈতন্য

2022-08-24 4 Dailymotion

২০১০-এ একসঙ্গে ‘ইয়ে মায়া চেসভ’-এ কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। ২০১৭-র অক্টোবরে গোয়াতে বিয়ে করেন তাঁরা। তাঁদের বিচ্ছেদে মন ভেঙে গিয়েছে বহু অনুরাগীর।২০২১-এর অক্টোবরে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদ, খোরপোশ, নতুন প্রেমের গুঞ্জন নিয়ে একটানা সমালোচনা শুনতে হয়েছে নাগাকে। সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, "এখন অনেক ভাল আছি। অনেক দিন পরে আনন্দের আবহাওয়ায় জীবন উপভোগ করছি।নেটমাধ্যমেও আর থাকি না। কে কী বলল কিছু যায় আসে না।"