এতদিন আমরা বলতাম বদলা নয়, বদল। কিন্তু অনেক হয়েছে এবার মারের বদলা মার। প্রকাশ্যে বিরোধীদের হুমকি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেউ কিছু বললে মাইক ভেঙে দেব, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।