¡Sorpréndeme!

ABP Ananda Swasthya Samman : এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানে সম্মানিত ইস্ট ইন্ডিয়া ফার্মাস্যুটিক্যাল ওয়ার্কস লিমিটেড

2022-08-23 7 Dailymotion

স্বাস্থ্যপ্রতিষ্ঠান এবং চিকিৎসক, স্বাস্থ্যে আস্থা দেন যাঁরা তাঁদের সম্মান জানাল এবিপি আনন্দ। বাংলার  স্বাস্থ্য ক্ষেত্রের গরিমাকে কুর্নিশ। বাংলার বিভিন্ন স্বাস্থ্য  প্রতিষ্ঠান এবং চিকিৎসকদের হাতে ‘স্বাস্থ্য সম্মান’ তুলে দিয়ে  সম্মানিত হল এবিপি আনন্দ।  এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মানে সম্মানিত ইস্ট ইন্ডিয়া ফার্মাস্যুটিক্যাল ওয়ার্কস লিমিটেড । পুরস্কার নিলেন শুভব্রত বসু, (প্রধান, পার্সোনাল কেয়ার, ইস্ট ইন্ডিয়া ফার্মাস্যুটিক্যাল ওয়ার্কস লিমিটেড )