¡Sorpréndeme!

Mamata Banerjee: ১ সেপ্টেম্বর থেকে পুজো শুরু, কলকাতায় মিছিল, থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা':মমতা ।Bangla News

2022-08-22 422 Dailymotion

‘অনেকে বলেন কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না।এমন পুজো আর কোথাও হয় না’, পুজো উদ্যোক্তাদের নিয়ে মিটিংয়ে দাবি মুখ্যমন্ত্রীর। ‘দুর্দান্ত পুজো করতে গেলে আগে থেকে তৈরি থাকতে হবে। পুজো কেমনভাবে করেন তা দেখতে বিদেশ থেকে প্রতিনিধিরা আসবেন। ১ সেপ্টেম্বর থেকে পুজো কিন্তু শুরু হয়ে যাবে। ওইদিন কলকাতায় হবে মিছিল। মিছিল দেখতে থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা।ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে। এবার পুজো কার্নিভাল হবে। পুজো কমিটিরা নিজেদের ইচ্ছামতো মিছিল সাজাবেন। রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে।