¡Sorpréndeme!

Nakeldanga Incident: প্রোমোটিং বিবাদে বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি! Bangla News

2022-08-21 143 Dailymotion

প্রোমোটিং বিবাদে বাড়িতে ঢুকে ৮ মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি! প্রোমোটিং বিবাদে নারকেলডাঙায় হামলার শিকার গোটা পরিবার। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি অন্তঃসত্ত্বা। শরিকি জমিতে প্রোমোটিং করতে না দেওয়ায় অন্তঃসত্ত্বার স্বামী-শ্বশুরকে ‘মারধর’। নারকেলডাঙায় গৃহকর্তাকে মারধর, বাড়ি ভাঙচুর। থানায় গেলে অন্তঃসত্ত্বার স্বামী-শ্বশুরকেই গ্রেফতারের অভিযোগ। ‘তৃণমূল বিধায়ক পরেশ পাল ও স্থানীয় কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রোমোটার’। ‘তৃণমূল বিধায়ক পরেশ পাল ডাকলেও না যাওয়ায় বাড়িতে ঢুকে মারধর’। লোকজন পাঠিয়ে বাড়িতে হামলা চালায় প্রোমোটার, অভিযোগ আক্রান্ত পরিবারের। ‘এ ধরনের কোনও অভিযোগ আমার কাছে কেউ করেনি’। ‘যদি কেউ অভিযোগ করেন, অবশ্যই তা খতিয়ে দেখা হবে’। জানালেন ডিসি ইএসডি প্রিয়ব্রত রায়