¡Sorpréndeme!

Bidyutbaran Gayen: গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েন। Bangla News

2022-08-21 50 Dailymotion

গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েন। বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরে বিদ্যুৎবরণের ৩টি পেল্লায় বাড়ি, সঙ্গে একাধিক জমিরও হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এদিন বোলপুরের কালিকাপুরে বিদ্যুৎবরণের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় দেড়ঘণ্টা ধরে বিদ্যুতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে দাবি, বিদ্যুৎবরণ চিকিত্সার জন্য কলকাতায় গিয়েছেন বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।