¡Sorpréndeme!

TMC Poster: 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ', সুকিয়া স্ট্রিটে মমতা ও অভিষেকের নতুন হোর্ডিং । Bangla News

2022-08-21 108 Dailymotion

দক্ষিণের পর এবার উত্তর। সুকিয়া স্ট্রিটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন হোর্ডিং। তাতে লেখা, পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে এদিন এই হোর্ডিং দেখা যায়। হোর্ডিংয়ে লেখা ২৮ নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের নাম। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের হোর্ডিং দেখা যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না।