নাটক দিল বার্তা। নাটক বলল মুছে যাক কুসংস্কার। মন হোক সংস্কার মুক্ত। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, উজান গঙ্গোপাধ্যায় অভিনীত ফিল্ম লক্ষ্মী ছেলে মুক্তির আগে অনুষ্ঠিত হল পথনাটিকা। উজানের সঙ্গে পথনাটিকায় অংশ নিলেন ঋতিকা পাল, পূরব শীল আচার্য ও কৌশিক অধিকারী। ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে লক্ষ্মী ছেলে।