Dilip Ghosh : 'পুলিশের-কেসের ভয় দেখিয়ে কার্যত লুঠ করা হয়েছে একটা জেলা', অনুব্রতকে নিশানা দিলীপের
2022-08-19 798 Dailymotion
'সম্পদ থাকতেও একটা গোটা জেলার বেশিরভাগ মানুষ গরিব। পুলিশের ভয় দেখিয়ে, কেসের ভয় দেখিয়ে কার্যত লুঠ চলেছে গোটা জেলায়। আর যখন তাঁকে চোর বলছে তখন তৃণমূলের নেতারা তখন আপত্তি জানাচ্ছে, বলছে কেন এসব বলছে। কী দোষ করেছে।'