টাইগারের হুঙ্কারে কি খুলবে বলিউডের বক্স-অফিসের দরজা? অ্যাকশনের চমকেই কি ফের বাজিমাত করবেন সলমন খান? ‘টাইগার থ্রি’-র মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সলমনের টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ফিল্ম নিয়ে চর্চা তুঙ্গে।