¡Sorpréndeme!

Anubrata Mondal Daughter: অনুব্রত-কন্যার নামে দ্বিতীয় কোম্পানির হদিশ

2022-08-17 97 Dailymotion

গরুপাচার মামলায় এবার অনুব্রত-কন্যার নামে দ্বিতীয় কোম্পানির হদিশ। খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে ওই রিয়েল এস্টেট কোম্পানি তৈরি হয়েছিল ২০০৬ সালে। যার শেয়ার ক্যাপিটাল ছিল দেড় কোটি টাকা। ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের ঠিকানাতেই তৈরি হয় এই রিয়েল এস্টেট কোম্পানি। দুই ডিরেক্টর অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল ও অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন।