জিআই তালিকায় নাম জুড়ল পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ মুখোশের। কেন্দ্রের ছাড়পত্র মিলতেই পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ছৌ শিল্পীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। জিআই তকমা পাওয়ায় এবার বিশ্বের দরবারে চাহিদা বাড়বে ছৌ মুখোশের। আশাবাদী ছৌ শিল্পীরা।