¡Sorpréndeme!

Anubrata Mondal: জেরায় অসহযোগিতা অনুব্রতর, দাবি সিবিআইয়ের । Bangla News

2022-08-16 90 Dailymotion

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডলের জেরায় আরও বেশি অসহযোগিতা, দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাঞ্চল্যকর দাবি, দেহরক্ষী সায়গল হোসেনের যাবতীয় দুর্নীতির দায় ঝেড়ে ফেলতে চাইছেন অনুব্রত। সায়গলকে এনামুল হকের সঙ্গে যোগাযোগ রাখার কোনও নির্দেশ দেননি বলে জেরায় দাবি বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। পাশাপাশি, সায়গলের সম্পত্তি বৃদ্ধি নিয়েও কিছুই জানতেন না বলে দাবি অনুব্রতর। সায়গল যে তাঁর ডানহাত বলে পরিচিত ছিল, সে কথাও অস্বীকার করেন তিনি। সিবিআইয়ের জেরায় অনুব্রতর দাবি, এনামুল হক বা আবদুল লতিফ কাউকেই চিনতেন না। খবর সূত্রের। অন্যদিকে, আজ অনুব্রত মণ্ডলের ফের মেডিক্যাল টেস্ট করা হবে। নিজাম প্যালেসে এরপর ফের তাঁকে জেরা করবে সিবিআই।