¡Sorpréndeme!

Independence Day 2022: যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে : প্রধানমন্ত্রী ।Bangla News

2022-08-15 25 Dailymotion

‘বিশ্বের প্রতি কোণে তেরঙ্গা গর্বের সঙ্গে উড়ছে। নতুন সংকল্প, উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে।স্বাধীনতার লড়াই সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে। যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে। মহাত্মা গাঁধী, নেতাজি থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন। বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়। গত একবছর ধরে আজাদির অমৃত মহোৎসব পালন করা হয়েছে। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।