বীরভূমের নলহাটি পুরসভা এক নম্বর ওয়ার্ডের গোপালপুর জাতীয় সড়কের উপর গত প্রায় ৩৭ বছর ধরে চলছে পশুর হাট। গরু পাচার কাণ্ডের পর তৎপরতা তুঙ্গে। এই হাটে কোনও কমিশন নেওয়া হয় না বলে দাবি হাট মালিক থেকে বিক্রেতারা। হাট ঘুরে দেখল সিএন।