¡Sorpréndeme!

TMC: দলের নেতার মন্তব্যের প্রতিবাদ, তারপরেও নিজেরই বেফাঁস মন্তব্য সৌগতর। Bangla News

2022-08-14 149 Dailymotion

আগেও ভুল করেছিলেন অসিত মজুমদার। চুঁচুড়ার তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি নিয়ে, মন্তব্য করলেন দলেরই প্রবীন সাংসদ সৌগত রায়। তবে একই দিনে কামারহাটিতে বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সাংসদ নিজেও। কোন পরিস্থিতিতে মত প্রকাশ করেছি, তা জানলে সৌগত দা বলতেন না আমি ভুল করেছিল। প্রতিক্রিয়া অসিত মজুমদারের।