¡Sorpréndeme!

Mamata Banerjee: সেটিং করতে যাইনি, বৈঠকে দিল্লি গিয়েছিলাম: মমতা । Bangla News

2022-08-14 430 Dailymotion

‘দিল্লি গেলাম, বলছে সেটিং করতে গিয়েছি। সেটিং করতে যাইনি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী সরকারি বৈঠকে গিয়েছিলাম। সারদাকাণ্ড সিপিএম আমলে হয়েছিল, কটা নোটিস দেওয়া হয়েছে ওদের? তৃণমূলের ছেলেদের সকাল, দুপুর, বিকেল নোটিস পাঠিয়েই চলেছে। শুধু তৃণমূলের ছেলেদের নোটিস পাঠাচ্ছে, কোনও কাজ করতে দিচ্ছে না। কোথাও কোনও বিচার নেই, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কী ব্যবস্থা হয়েছে? সব পার্টি চোর, আর তোমরা সাধু?’, কটাক্ষ মমতার।