‘বাংলায় প্রতিবছর ঘূর্ণিঝড়ে প্রচুর ক্ষতি হয়। এবারও নিম্নচাপের জেরে বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনায় ক্ষয়ক্ষতি। স্বাধীনতা আন্দোলনের পাঁচটা গান যাঁরা বলতে পারবেন না, তাঁরা আজ বেশি দেশপ্রেমের কথা বলছেন। তাঁরা একবার ঠান্ডার কথা বলেন, একবার ডান্ডার কথা বলেন’, বললেলন মুখ্যমন্ত্রী।