¡Sorpréndeme!

Anubrata Medical Test: আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতর মেডিক্যাল টেস্ট। Bangla News

2022-08-14 22 Dailymotion

আজ ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রতর মেডিক্যাল টেস্ট। ‘সিবিআই হেফাজতে মন ভাল নেই অনুব্রতর’। ‘অধিকাংশ সময় চুপচাপই থাকছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি’। ‘মেয়ের সঙ্গে বারবার কথা বলতে চাইছেন অনুব্রত’। বিশেষ কথা বলছেন না আইনজীবীদের সঙ্গেও: সূত্র। ‘তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল’। কোনও উত্তর দিচ্ছেন না, চুপ করে থাকছেন: সূত্র। আজ কি মুখ খুলবেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি?