¡Sorpréndeme!

Red Road: ২ বছর পর ফের রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, প্রবেশের অনুমতি সাধারণের। Bangla News

2022-08-14 71 Dailymotion

২ বছর পর ফের রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণের প্রবেশে অনুমতি। নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কাল রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী। স্বাধীনতা দিবসে নাশকতার চেষ্টা রুখতেও তত্পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল,  বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গা, শপিং মল, মেট্রো স্টেশনগুলিতে থাকছে বাড়তি নজরজারি। এছাড়াও, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে আসা গাড়ি এবং রাস্তাগুলিতে চলছে নাকা তল্লাশি।