¡Sorpréndeme!

Canning Shootout: ফের ক্যানিংয়ে শ্যুটআউট। জুলাইয়ে ৩ খুনের পর অগাস্টে ফের চলল গুলি। Bangla News

2022-08-14 17 Dailymotion

ফের ক্যানিংয়ে শ্যুটআউট। জুলাইয়ে ৩ খুনের পর অগাস্টে ফের চলল গুলি। তৃণমূল সমর্থককে বাইক থামিয়ে ঘিরে ধরে গুলি। স্থানীয় দুষ্কৃতী সাইফুল ঘরামির বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত তৃণমূল সমর্থক জসিমউদ্দিন মোল্লা ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসাধীন। ‘তৃণমূল উপ প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হামলা’। নেপথ্যে বিজেপির হাত, দাবি আহত তৃণমূল সমর্থকের পরিবারের। ‘রাজনীতি নয়, ব্যক্তিগত শত্রুতায় হামলা’। গুলিবিদ্ধ দলীয় কর্মীর দাবি নস্যাৎ করে মন্তব্য তৃণমূল বিধায়কের। মূল অভিযুক্ত সহ গ্রেফতার ৩