¡Sorpréndeme!

Partha Chatterjee Update : পার্থকে ব্যায়াম করার পরামর্শ SSKM-এর চিকিৎসক দলের

2022-08-13 383 Dailymotion

‘পিঠে, পায়ে প্রচণ্ড ব্যথা পার্থ চট্টোপাধ্যায়ের’। ‘পার্থকে ব্যায়াম করতে পরামর্শ এসএসকেএমের চিকিৎসক দলের’। ‘শোয়ার ধরনে পরিবর্তন করতে বলা হয়েছে পার্থকে’। পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ এসএসকেএমের মেডিক্যাল টিমের: সূত্র। প্রাক্তন মন্ত্রীর কিছু ওষুধেরও পরিবর্তন করা হয়েছে: সূত্র। পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে যায় এসএসকেএমের ৮ সদস্যের চিকিৎসক দল। পরে যায় ৬ জনের মেডিক্যাল স্টাফের দল। প্রায় ৩ ঘণ্টা পার্থর স্বাস্থ্য পরীক্ষা করে এসএসকেএমের মেডিক্যাল টিম। ‘জেল হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না’। আইনজীবীকে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়: সূত্র। ‘জেল হাসপাতালে পার্থর চিকিৎসা সম্ভব নয়’। ‘জেল সুপারকে রিপোর্ট দেন জেল হাসপাতালের ডাক্তার’। ‘কারা দফতর ঘুরে সেই রিপোর্ট যায় নবান্নে’। ‘নবান্ন থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার সিএমওএইচকে’। সিএমওএইচের নির্দেশেই মেডিক্যাল টিম যায় প্রেসিডেন্সি জেলে: সূত্র।