২০১৮ সালে উদ্বোধন হয় মঞ্চের। কিন্তু ৪ বছরে একটি নাটকও মঞ্চস্থ হয়নি। আগাছার জঙ্গলে ভরে গেছে চতুর্দিক। এমনই দশা বালুরঘাটের অত্যাধুনিক নাট্য উত্কর্ষ কেন্দ্রের! এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক। নাটকের জন্য ভাবতে হবে না, মানুষের জন্য ভাবুন- কটাক্ষ তৃণমূলের।