গৌরি তার বাড়ির অন্দরমহল কেমন সাজিয়ে রেখেছে? ঘোষাল পরিবারের সুবিশাল বাড়ি আজ ঘুরে দেখা যাক চলুন। ধারাবাহিক ‘গৌরি এল’-র কাহিনি এগোচ্ছে এই ঘোষাল বাড়ির প্রেক্ষাপটেই। ধারাবাহিক ‘ইন্দ্রাণী’-র দুই মুখ্য চরিত্র ইন্দ্রাণী আর আদিত্য। এই দুই চরিত্রেই অভিনয় করছেন অঙ্কিতা আর রাহুল। শ্যুটিংয়ের অবসরে দুই তারকাকে নিয়ে মজার আড্ডায় আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়।