¡Sorpréndeme!

Howrah Girl Death: সতর্কবার্তার পরেও দুর্ঘটনা! হাওড়ায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব বিদ্যুত্‍ দফতরের

2022-08-10 130 Dailymotion

হাওড়ায় বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যুত্‍ বণ্টন সংস্থার আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল বিদ্যুত্‍ দফতর। আজ বেলা সাড়ে ১২টার মধ্যে ওই রিপোর্ট দিতে বলা হয়েছে। গতকাল হাওড়ার জগত্‍বল্লভপুরে ওই ঘটনা ঘটে। বাড়ির বাইরে ল্যাম্পপোস্টের খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুত্বস্পৃষ্ট  হয়ে মৃত্যু হয় সপ্তম শ্রেণির ছাত্রীর। সূত্রের খবর, সোমবারই সব জেলার বিদ্যুত্‍ দফতরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস। ঝড়জলের প্রেক্ষিতে সতর্ক করে দেন আধিকারিকদের। তারপরও এই ঘটনা ঘটায় রিপোর্ট তলব করল বিদ্যুত্‍ দফতর।